গ্রাম আদালতে মে মাসের নিষ্পত্তিকৃত মামলার রায়সমূহ
মামলা নং | শুনানী তারিখ | বিবরণ | রায়/সিদ্ধান্ত |
০৯- ১৭/০৪/২০১৪ |
২২/০৪/২০১৪ | বাদী- জাহানারা খাতুন, জং- আঃ খলিল শেখ, ডাউকি, আলমডাঙ্গা। বিবাদী- আব্দুর রাজ্জাক, পিতা- আজু, ডাউকি, আলমডাঙ্গা। আবেদনকারী মুদিখানা ব্যবসা করেন। প্রতিবাদী জোরপূর্বক মুদিখানা দোকান ঘর ভেঙ্গে দেন। উভয় পক্ষের স্বাক্ষ্য, নথি ও মামলার প্রেক্ষাপট পর্যালোচনায় ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়।
|
উভয় পক্ষের সামাজিক অবস্থান ও পূণর্মিলনের বিষয়সমূহ বিবেচনা করে আদালেতর সদস্যদের সাথে পরার্মশক্রমে ৬:০ ভোটে দুতরফা সূত্রে প্রতিবাদী কর্তৃক আবেদনকারীকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে অর্থাৎ ০৫/০৫/২০১৪ খ্রিঃ তারিখের মধ্যে পূর্ণাঙ্গভাবে উক্ত ঘর নির্মাণ করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS